১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

প্রশাসনের পাঁচ শতাধিক কর্মকর্তার পদোন্নতি

1480184530
প্রশাসনের তিন স্তরে পাঁচ শতাধিক কর্মকর্তার ভাগ্য খুলছে রোববার। উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে ব্যাপক পদোন্নতি হচ্ছে। এই পদোন্নতি প্রাপ্তদের সার-সংক্ষেপে সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আদেশ জারি হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, কাল (রোববার) পদোন্নতির আদেশ জারি হবে। তবে উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব এই তিন স্তরে পদোন্নতিপ্রাপ্তদের সংখ্যা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সরকার প্রশাসনের তিন স্তরে (উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব) ৫৭৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশের জন্য পাঠানো সার-সংক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেছেন। আজ আদেশ জারি হবে।
জনপ্রশাসনের উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ২৩৩ জন কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারের চলতি ২১তম ব্যাচের ১৫০ জন। বাকিরা অন্য কাডার এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা। পদোন্নতি বঞ্চিতদের মধ্যে প্রশাসন ক্যাডারে ’৮৩-র ব্যাচ, ’৮৪-র ব্যাচ, ’৮৫-র ব্যাচ ও ’৮৬-র ব্যাচের কর্মকর্তারা রয়েছেন।
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৯৩ জন কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন। এই তালিকায় প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচসহ ’৮৪, ’৮৫ ও ’৮৬ ব্যাচের কর্মকর্তারা রয়েছেন। তালিকার সিংহভাগ কর্মকর্তা হলেন পদোন্নতি বঞ্চিত।
যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১৪৮ জন কর্মকর্তা পদোন্নতির তালিকায় রয়েছেন। এর মধ্যে ’৮৫-র ব্যাচের ৭৫ জন। বাকিরা বঞ্চিতদের মধ্য থেকে এসেছেন। ’৮৪-র ব্যাচের কর্মকর্তা আছেন ৪০ জন। বাকিরা ’৮৩ ও ’৮২ ব্যাচের কর্মকর্তা বলে জানা গেছে।
প্রশাসন সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে এবারের পদোন্নতি অনেকটা রিভিউভিত্তিক বলা যায়।
সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘ সময় নিয়ে কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে। কোনো কর্মকর্তা যাতে অহেতুক বাদ না পড়েন সেটি খুঁটিয়ে দেখা হয়েছে।
এসএসবি কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশের জন্য এ পর্যন্ত ১৫/১৬টি বৈঠক হয়েছে। এ কমিটি প্রশাসনের তিন স্তরে ৫৭৪ জন কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করেছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।