১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

প্রবাসীদের মরদেহ দেশে আনতে বাজেটে বরাদ্দ দাবি

coffin-m20161026001330
বিদেশে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনতে বাজেটে বরাদ্দ চেয়েছেন প্রবাসীরা। প্রবাসীদের এমন দাবির প্রেক্ষিতে বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে সদ্যসমাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তারা এ দাবি করেন।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন, ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাসগুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ-সভাপতি আলহাজ এম.এ. রহিম, সাধারণ সম্পাদক সৈয়দ ফায়জুর রহমান ফারুক, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন খান লিটন, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি বজলুল রশীদ বুলু, সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি আতোয়ার রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রবাসীরা বিদেশে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফেরত আনাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এগুলো হলো- দ্বৈত নাগরিকত্ব নিশ্চিত করা, যেকোনো নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা, ভোটাধিকার নিশ্চিত করা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা, সিলেট বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ খোলা এবং বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধ করা।

এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, বিদেশে মারা যাওয়া অনেক দরিদ্র শ্রমিকের মরদেহ দেশে আনতে বিভিন্নজনের কাছে সাহায্য চাইতে হয়, চাঁদা তুলতে হয়। অথচ বিদেশে তাদের রক্ত পানি করা টাকায় দেশের অর্থনীতির চাকা গতি পায়।

তিনি বিদেশা মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আনার তাগিদ দিয়ে এই জন্য সব ব্যয় সরকারের তরফ থেকে বহন করার দাবি জানান।

তিনি বলেন, সরকারি খরচে প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ আনার খচর মেটাতে প্রতিবছর বাজেটে অর্থ বরাদ্দ রাখা দরকার।

উল্লেখ, গত ছয় বছরের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ হাজার প্রবাসীর মরদেহ দেশে এসেছে। এর মধ্যে বেশির ভাগের এসেছে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটির চাঁদার টাকায়। অথচ এসব প্রবাসী বিদেশে পাড়ি জমানোর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ তহবিলে প্রায় ৩০০ কোটি টাকা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।