৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরীকে জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা

ইমাম খাইর, কক্সবাজারঃ
আগামিকাল ৩০ জুন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী সরকারি চাকুরি জীবনের শেষ দিন।
এ মহান নিবেদিত শিক্ষককে বিদায় সংবর্ধনা জানানোর জন্য অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
বক্তব্য তিনি কর্মজীবনের গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরে স্মৃতিচারণ করেন। সহকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং, সদর উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ উল্লাহ মারুফ, ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষক বিপ্লব পাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ।
একজন গুণী শিক্ষককে সংবর্ধনা দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসন একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন বলে জানিয়েছেন শিক্ষকবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।