২ সেপ্টেম্বর, ২০২৫ | ১৮ ভাদ্র, ১৪৩২ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে ‘নবাব’র সাফল্যের খবর!

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান জানিয়েছেন, ‘নবাব’-এর সাফল্যের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে গেছে।

গত বৃহস্পতিবার ভারতের কলকাতার প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। ওই সময় স্থানীয় সংবাদমাধ্যমকে শাকিব বলেন, দুইদিন আগে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সেখানেও কিন্তু ‘নবাব’ নিয়ে আলোচনা হয়েছে। ‘নবাব’ নিয়ে মন্ত্রী মহোদয় (তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু) মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে, এখন পর্যন্ত নবাবের টিকিট পাওয়া যাচ্ছে না। হাউসফুল একটি সিনেমা, সুপারহিট একটি সিনেমা।

পশ্চিমবঙ্গে ‘নবাব’র মুক্তি বিষয়ে শাকিব বলেন, আমি তো ভীষণ এক্সাইটেড। বিকজ যেহেতু আমরা বাঙালি। কো-প্রডাকশন হচ্ছে দুই বাংলার মধ্যে। দ্যাট মিনস দুই বাংলার মানুষের ভাষা এক, দুই বাংলা মানুষদের কৃষ্টি-কালচার সব কিছুতে একটা সিমিলারিটি আছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ‘নবাব’ অনেক পছন্দ করেছে। বিগত অনেক বছরের মধ্যে ‘নবাব’ অনেক বড় হিট সিনেমা। এখনো অনেক হলে চলছে।

প্রিমিয়ারে শাকিব ছাড়াও সিনেমাটি পরিচালক জয়দীপ মুখার্জি, নায়িকা শুভশ্রী গাঙ্গুলি, সব্যসাচী চক্রবর্তী, অপরাজিতা আঢ্যসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ‘নবাব’ বাংলাদেশে মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে। এর এক মাস পর শুক্রবার পশ্চিমবঙ্গের ১১২ হলে মুক্তি পেল। যৌথ প্রযোজনার ‘নবাব’-এ লগ্নি করেছেন ভারতের এসকে মুভিজ ও ঢাকার জাজ মাল্টিমিডিয়া। পরিচালক হিসেবে আরো আছেন আব্দুল আজিজ। সিনেমাটি ঈদে বাংলাদেশে দারুণ ব্যবসা করে। এখনো চলছে সারাদেশের ৩০টির মতো প্রেক্ষাগৃহে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।