১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

পৌর আওয়ামী লীগ নেতা খোকনের পিতা আর নেই; বিভিন্ন মহলের শোক

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক খোকনের পিতা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আবদুস সালাম ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন রোগে আক্রান্ত হয়ে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
এশার নামাজের পর নতুন বাহারছড়া শাহী জামে মসজিদের পশ্চিম পাশে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সমাজপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ অংশ নেন। তারা নামাজে জানাযায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
পরে নতুন বাহারছড়া কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।
এদিকে আবু বকর ছিদ্দিক খোকনের পিতার মৃত্যুেত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ কমিটির সকলেই গভীর শোক প্রকাশ করেন।
অন্যদিকে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে কক্সবাজার পৌর পরিষদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ, মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।