২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

পেকুয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীর গোপনে বাল্য বিয়ে: এলাকায় তোলপাড়

images
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর গোপনে বাল্য বিয়ে নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে বাল্য বিয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পেকুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মৌলভী বাজার ফারুকীয় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামের বাদশার পুত্র ও ধনিয়াকাটা বটতলা বাজারের মোবাইল সার্ভিসের দোকান ব্যবসায়ী মো. হেফাজ উদ্দিন সম্প্রতি জোরপূর্বকভাবে বারবাকিয়া ইউনিয়নের রাহাত আলী পাড়া গ্রামের প্রবাসী আবদু শুক্কুরের মেয়ে হুময়ারা বেগম প্রকাশ পাখি বেগমকে (১৩) কাবিননামা ছাড়াই নোটারীর মাধ্যমে অবৈধভাবে গোপণে বাল্য বিয়ে করে। হুমায়ারা মৌলভী বাজার ফারুকীয়া মাদ্রাসার গত বছরে অনুষ্টিত পিএসসি পরীক্ষাথী ছিল।  মাদ্রসার ভর্তি রেজিষ্টার ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের রেজিষ্টারে হুমায়ারার জন্ম তারিখ উলে¬খ আছে ১২/০২/২০০৩ইংরেজী। স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই ছাত্রীর পরিবারকে হোফাজ উদ্দিনের পরিবার বিভিন্ন ধরনের হুমকি দেওয়ায় তারা আইনের আশ্রয় নিতে পারেনি। এদিকে গতকাল রোববার বাল্য বিয়ের ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা এ ঘটনা চরম ক্ষোভ প্রকাশ করে বাল্য বিয়ের সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন।

এ বিষয়ে জানতে পেকুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. মিজানুর রহমান জানান, ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর গোপনে বাল্য বিয়ের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বাল্য বিয়ের প্রমান পাওয়া গেলে জড়িতদের ছাড় দেওয়া হবেনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।