
এম.জিয়াবুল হক,(চকরিয়া): পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন পূর্ব সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ও একই ইউনিয়নের জানালি পাড়া এলাকার মিয়াঁজানের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, স্কুল থেকে বাড়ী ফেরার পথে হাজী বাজার অভিমুখে আসা বেপরোয়া গতির সিএনজি অটোরিকশা ধাক্কা দেয় স্কুলছাত্র জসিম উদ্দিনকে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিš‘ চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, গাড়ীর চালক পালিয়ে গেলেও ঘাতক গাড়ীটি আটক করা হয়েছে। স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।