২৩ আগস্ট, ২০২৫ | ৮ ভাদ্র, ১৪৩২ | ২৮ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

পেকুয়ায় শিলাবৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে লবণ শিল্প চাষীরা হতাশ

lobon
পেকুয়ায় তিনদিনের ভারী শিলাসহ বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে লবণ শিল্প। ফলে লোকসানের মূখে পড়ার আশংস্কা চাষীদের। তথ্য নিয়ে জানা যায় চলতি মৌসুমে উপজেলার সদর ইউনিয়ন, মগনামা, উজানটিয়া, রাজাখালীর উপক’লীয় এলাকার প্রায় ৫ হাজার একর লবণ মাঠে চাষ হয়েছে। মৌসুম শেষ সময়ে চাষীরা উৎপাদন খরচ মিটিয়ে যখন লাভের মূখ দেখার সময় তখনি প্রকৃতিই তাদের স্বপ্নটুকু ভেঙ্গে দেয়। প্রবল বৃষ্টিতে মাঠে এক হাটু পানি থমকে গেছে উৎপাদন। যেন তাদের লালিত স্বপ্ন বা ভাগ্যকে বৃষ্টির পানিতে তলিয়ে দিল প্রকৃতি। মগনামা কাজী বাজার এলাকার লবণ চাষী শাখাওয়াত হোসেন বলেন লবণ মাঠে ঢুকানো সমুদ্রের লোনা পানি উৎপাদনের জন্য কয়েক পর্যায়ে প্রক্রিয়াজাত হতে উত্তরা বাতাস ও প্রখর সূর্যালোক দরকার। কিন্ত গত কয়েক দিনের ক্রমাগত ভারী বৃষ্টিপাত বৈরী আবহাওয়া ও শিলাবৃষ্টির ফলে উৎপাদনে থাকা মাঠ সম্পন্ন নষ্ট হয়ে গেছে। লবণ উৎপাদন আবার শুরু করতে হলে ঠিক প্রথম থেকে নতুন ভাবে মাঠ তৈরি করতে হবে। উজানটিয়া সোনালী বাজার এলাকার লবণ চাষী গিয়াস উদ্দিন বলেন প্রবল বৃষ্টি হওয়ার কারণে বর্তমানে মাঠ ব্যবহার উপযোগীতা  হারিয়েছে। এ অবস্থা বিরাজমান থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা পুরণ ও লাভের আশা করা সম্ভব হবে না। আবহাওয়া স্বাভাবিক হয়ে উৎপাদন উপযোগী না হওয়া পর্যন্ত অলস সময় কাটাতে হচ্ছে উপজেলার লবণশিল্প সংশ্লিষ্টদের। এদিকে বাংলাদেশ লবণ চাষী সমিতির সম্পাদক আবদুল খালেক জানান প্রবল বৃষ্টির  কারণে অধিকাংশ লবণ মাঠ ক্ষতির শিকার । প্রাকৃতির কারণে এই ক্ষতি মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।