
পেকুয়ায় গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ৮২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আবুল কালাম পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে। স্থানীয়রা উদ্ধার করে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মামা ভাগিনার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম বলেন, তিনি চকরিয়ার ঢেমুশিয়া বাজার থেকে গরু বিক্রি করে বিকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মামা ভাগিনার দোকান এলাকায় পৌঁছলে ওই এলাকার শহিদ উল্লাহর ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত সর্দার নুরুল আলমের নেতৃত্বে চার-পাঁচজন সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে তাঁর কাছ থেকে গরু বিক্রির ৮২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পেকুয়া থানার পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আবুল কালামের আঘাত গুরুতর। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।