৭ নভেম্বর, ২০২৫ | ২২ কার্তিক, ১৪৩২ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পেকুয়ায় ৮ম শ্রেণীর ছাত্রীর সাথে প্রবাসীর বাল্য বিয়ের আয়োজন !

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ৮ম শ্রেনীর এক ছাত্রীর সাথে প্রবাসীর বাল্য বিয়ে আয়োজনের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

সরেজমিনে এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে জানা গেছে, রাজাখালী ইউনিয়নের বদি উদ্দিন পাড়া গ্রামের প্রবাসী মোস্তাক আহমদের মেয়ে ও রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী নার্গিছ আকতার (১৩) এর সাথে একই ইউনিয়নের উলু দিয়া পাড়া গ্রামের হাজী শফিউল আলমের পুত্র প্রবাসী বেলাল উদ্দিনের বাল্য বিয়ের জন্য ১২ ডিসেম্বর দিনক্ষণ দিনক্ষণ নির্ধারন করেছে উভয়ের পরিবার।

এ জন্য ১১ ডিসেম্বর মেয়ের বাড়ীতে মেহেদী সন্ধ্যারও আয়োজন করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রবাসী পাত্র পাওয়ায় মেয়ের দাদা সমাজ সর্দার নুরুল হক অনেকটা জোর করেই তার নাতী নার্গিছ আক্তারকে বাল্য বিয়ে দিচ্ছে।

বাল্য বিয়ের বিষয়ে প্রবাসী বর বেলাল উদ্দিনের ব্যক্তিগত মুঠোফোনে ১১ ডিসেম্বর রাত ৮টা ১৬ মিনিটে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, মেয়ের উপযুক্ত বয়স হওয়ায় তিনি বিয়ে করছেন। বিয়ের কাবিনানামাও হয়েছে। এগুলো নিয়ে আপনাদের বাড়াবাড়ি করার দরকার কী উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন এ প্রতিবেদকের কাছে।

রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সাইফুল ইসলাম জানান, নার্গিছ আকতার তার বিদ্যালয় থেকে এবারে জেএসসি পরীক্ষা অংশ নিয়েছে। ওই ছাত্রীর এখনো বিয়ের বয়স হয়নি। তিনি ওই বাল্য বিয়েটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পেকুয়া ইউএনওকে অবহিত করেছেন।

এদিতে স্থানীয় মানবাধিকার কর্মীরা বাল্য বিয়ের সাথে জড়িত প্রবাসী বর ও মেয়ের পরিবারের সদস্যদের ভ্রাম্যমান আদালতের আওতায় এনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসের প্রতি জোর দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।