২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

পূর্ব গোয়ালিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

rec-320x180
রামু উপজেলার খুনিয়াপালংয়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব গোয়ালিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৬ সালের পিএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবগঠিত স্কুল পরিচালনা কমিটি বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল দশটায় সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য, স্কুল পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ কোম্পানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাজি জাকারিয়া। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরওয়ার আলম, রিজিয়া বেগম, রোজিনা আক্তার, আবুল কালামসহ অভিভাবকবৃন্দ।

এসময় প্রধান অতিথি স্থানীয় ইউপি সদস্য স্কুল পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ কোম্পানি বলেন, পিএসসি শিক্ষাজীবনের প্রথম ধাপ মাত্র। পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজের শিক্ষাজীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি স্কুলের ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করেন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। পরে স্থানীয় ইউপি সদস্য, স্কুল পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ কোম্পানির নিজ উদ্যোগে পরীক্ষার্থীদের শিক্ষা সরঞ্জাম বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।