১ সেপ্টেম্বর, ২০২৫ | ১৭ ভাদ্র, ১৪৩২ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গভীর বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। উপকূল জুড়ে শুরু হয়েছে বর্ষণ। বইছে দমকা ও ঝড়ো হাওয়া। উপকূলসহ পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, গভীর বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের কারণে পটুয়াখালীতে ভারি ও হালকা বৃষ্টি শুরু হয়েছে। শনিবার রাত ৯টা থেকে রোববার বিকেলে ৪টা পর্যন্ত ৪৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।  নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে।

পায়রা সমুদ্র বন্দরসহ উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। পাশাপাশি ছোট আকারের সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সংকেত বলবৎ থাকবে।রাঙ্গাবালী উপজেলার সংবাদকর্মী মো. জাবির হোসেন জানান, এখন এলাকার কৃষির জন্য বৃষ্টিপাত আবশ্যক হলেও শনিবার রাত থেকে ভারি বর্ষণে নদীবেষ্টিত উপজেলার মানুষের মধ্যে ঘূর্ণিঝড়ের আতঙ্ক দেখা দিয়েছে। বেশ কিছু মাছের ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

কুয়াকাটা-আলীপুর মৎস্য বন্দরের মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা জানান, উপকূলে ঝড়ো হাওয়া বইছে। সমিতির পক্ষ থেকে সব ট্রলার মালিক ও জেলেদের মোবাইলের পাশাপাশি মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছে। অনেক ট্রলার ইতোমধ্যে কিনারে পৌঁছে গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।