১৭ আগস্ট, ২০২৫ | ২ ভাদ্র, ১৪৩২ | ২২ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন

পানির নিচে টেকনাফের নাইক্যংখালী প্রাইমারী স্কুল, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

Teknaf Pic
টেকনাফের হ্নীলায় একটি প্রভাবশালী মহল পানি চলাচলের রাস্তায় বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবার বৃষ্টির পানিতে একটি প্রাইমারী স্কুলের মাঠ তলিয়ে গিয়ে শ্রেণী কক্ষ প্লাবিত হয়েছে। এতে ওই স্কুলের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এই ব্যাপারে দ্রুত উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবকেরা।
সরেজমিনে দেখা যায়,টেকনাফের হ্নীলা নাইক্যংখালী সরকারী প্রাইমারী স্কুলের মাঠ গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গিয়ে স্কুলের শ্রেণী কক্ষ সমুহে প্রবেশ করেছে। এর প্রকৃত কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক আমান উল্লাহ জানান,স্থানীয় মৃত অলি আহমদের পুত্র জানে আলম, মোহাম্মদ আলম গং পরিকল্পিতভাবে দীর্ঘদিনের পানি চলাচলের রাস্তায় বাঁধ দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্কুল মাঠের প্রায় কোমর সমান পানি উছলিয়ে স্কুলে ঢুকে পড়ায় ছেলে-মেয়েদের পাঠদান ব্যাহত হচ্ছে। এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত ধরকে অবহিত করা হয়েছে। এই ব্যাপারে স্থানীয় মেম্বার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম মেম্বার বলেন ইচ্ছাকৃতভাবে বাঁধ দিয়ে পানি স্কুলে ঢুকিয়ে দেওয়ায় ছেলে-মেয়েদের পড়াশুনা করাতে না পেরে ছুটি দিয়েছে। এই ব্যাপারে থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমারদে বলেন স্থানীয়ভাবে সৃষ্ট সমস্যা ম্যানেজিং কমিটিকে সমাধানের জন্য বলা হয়েছে। এরা ব্যর্থ হলে পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নেবেন। এই ব্যাপারে অভিযুক্তদের মোঃ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন অপর একটি প্রভাবশালী মহল স্কুলের পাশের খাস জমি জবর দখল করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিকল্পিতভাবে আমাদের উপর দোষ চাপানো হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।