১৯ ডিসেম্বর, ২০২৫ | ৪ পৌষ, ১৪৩২ | ২৭ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

পাকিস্তান-ভারতের মধ্যস্থতায় আগ্রহী ইরান

iraniকাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। গতকাল শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মধ্যস্থতা পালনে তাঁর দেশের আগ্রহের কথা জানান।

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাভেদ জারিফ বলেন, দুই দেশেরই ভালো কামনা করেন তাঁরা। দেশ দুটির যে কাউকে সহায়তার জন্য ইরান তৈরি আছে।

পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের উত্তেজনা কমানোর মধ্যস্থতা করার আগ্রহ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে তাঁর দেশ এগিয়ে আসতে চায়।

ইরানের মধ্যস্থতার আগ্রহের ঘোষণা এমন সময়ে এলো, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ ভারতে গেছেন। সারতাজ আজিজের নেতৃত্বে পাকিস্তানি কূটনীতিকরা ভারতে অনুষ্ঠেয় ‘হার্ট অব এশিয়া’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছেন।

হার্ট অব এশিয়া সম্মেলনে আফগানিস্তানসহ অপর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও নিরাপত্তার হুমকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে পাকিস্তান।

সম্প্রতি উরি সীমান্তে ভারতের সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে নতুন করে পাক-ভারত উত্তেজনা শুরু হয়। পরে ভারতীয় সেনারা পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। ওই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই ভারত-পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখা (লাইন অব কট্রোল) বরাবর গুলিবর্ষণের ঘটনা ঘটছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।