২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

পাকিস্তান-ভারতের মধ্যস্থতায় আগ্রহী ইরান

iraniকাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। গতকাল শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মধ্যস্থতা পালনে তাঁর দেশের আগ্রহের কথা জানান।

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাভেদ জারিফ বলেন, দুই দেশেরই ভালো কামনা করেন তাঁরা। দেশ দুটির যে কাউকে সহায়তার জন্য ইরান তৈরি আছে।

পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের উত্তেজনা কমানোর মধ্যস্থতা করার আগ্রহ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে তাঁর দেশ এগিয়ে আসতে চায়।

ইরানের মধ্যস্থতার আগ্রহের ঘোষণা এমন সময়ে এলো, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ ভারতে গেছেন। সারতাজ আজিজের নেতৃত্বে পাকিস্তানি কূটনীতিকরা ভারতে অনুষ্ঠেয় ‘হার্ট অব এশিয়া’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছেন।

হার্ট অব এশিয়া সম্মেলনে আফগানিস্তানসহ অপর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও নিরাপত্তার হুমকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে পাকিস্তান।

সম্প্রতি উরি সীমান্তে ভারতের সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে নতুন করে পাক-ভারত উত্তেজনা শুরু হয়। পরে ভারতীয় সেনারা পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। ওই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই ভারত-পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখা (লাইন অব কট্রোল) বরাবর গুলিবর্ষণের ঘটনা ঘটছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।