২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

পাকিস্তান-ভারতের মধ্যস্থতায় আগ্রহী ইরান

iraniকাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। গতকাল শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মধ্যস্থতা পালনে তাঁর দেশের আগ্রহের কথা জানান।

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাভেদ জারিফ বলেন, দুই দেশেরই ভালো কামনা করেন তাঁরা। দেশ দুটির যে কাউকে সহায়তার জন্য ইরান তৈরি আছে।

পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের উত্তেজনা কমানোর মধ্যস্থতা করার আগ্রহ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে তাঁর দেশ এগিয়ে আসতে চায়।

ইরানের মধ্যস্থতার আগ্রহের ঘোষণা এমন সময়ে এলো, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ ভারতে গেছেন। সারতাজ আজিজের নেতৃত্বে পাকিস্তানি কূটনীতিকরা ভারতে অনুষ্ঠেয় ‘হার্ট অব এশিয়া’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছেন।

হার্ট অব এশিয়া সম্মেলনে আফগানিস্তানসহ অপর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও নিরাপত্তার হুমকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে পাকিস্তান।

সম্প্রতি উরি সীমান্তে ভারতের সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে নতুন করে পাক-ভারত উত্তেজনা শুরু হয়। পরে ভারতীয় সেনারা পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। ওই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই ভারত-পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখা (লাইন অব কট্রোল) বরাবর গুলিবর্ষণের ঘটনা ঘটছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।