১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

পর্দা উঠলো বীর মুক্তিযোদ্ধা সম্পাদক নুরুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের

সংবাদ বিজ্ঞপ্তিঃ পর্দা উঠলো রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সম্পাদক নুরুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
উদ্বোধকের বক্তব্যে মেয়র মুজিবুর রহমান বলেন, কক্সবাজারের উন্নয়নে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। কক্সবাজার পৌরসভা হবে আগামীতে বিশে^র মাঝে একটি মডেল শহর। ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে বদলে যাবে শহরের পুরোনো চেহারা। তিনি সকল কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, পেশাদারিত্বের পাশাপাশি খেলাধুলা সাংবাদিকদের মননশীলতাকে আরও বিকশিত করবে। ব্যস্ততার মাঝেও সাংবাদিকেরা মাঠে ক্রীড়া চর্চা করছে যা অন্যদের অনুপ্রেরণা জোগাবে। দেখাবে আলোর পথ। তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে সব সময় সাংবাদিকেরা ভূমিকা রেখে আসছে। তিনি আশা করেন ভবিষ্যতেও কক্সবাজারের আইনশৃঙ্খলা অটুট রাখতে সাংবাদিকেরা অতীতের ন্যায় পুলিশের পাশে থাকবে।
টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ মুজিবুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার ইলেক্ট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাশ, খালেদ আজম বিপ্লব, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিম নিহাদ প্রমুখ।
প্রথম খেলায় মুখোমুখি হয় নাফ একাদশ বনাম মাতামুহুরী একাদশ। এ খেলায় ১-০ শূন্য গোলে বিজয়ী হয় মাতামুহুরী একাদশ। দলের পক্ষে গোলটি করেন অধিনায়ক এমআর মাহবুব। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় কোহেলিয়া একাদশ বনাম বাঁকখালী একাদশ। মাঠে ৩০ মিনিট লড়াই করে ১-১ গোলে খেলার সময় শেষ হয়। বাঁকখালীর পক্ষে গোল করেন আরফাতুল মজিদ ও কোহেলিয়ার পক্ষে গোল করে ওমর ফারুক হিরু। পরে রোমাঞ্চকর ট্রাইবেকারে জয় পায় বাঁকখালী একাদশ।
খেলা পরিচালনা করেন সাবেক কৃতি ফুটবলার মোঃ হানিফ, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সৈয়দুল কাদের ও ভিডিও জার্নালিস্ট মামুন।
শুক্রবার দুপুরে সেমিফাইনালে মুখোমুখি হবে বাঁকখালী একাদশ বনাম মাতামুহুরী একাদশ। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে কোহেলিয়া একাদশ বনাম নাফ একাদশ।
উল্লেখ্য, শনিবার টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।