১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

পরিবেশ ধ্বংসের জন্য মানুষ দায়

Nc Poribes dibos
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ৫জুন পরিবেশ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন এনজিও সংস্থার সার্বিক সহযোগিতা আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষ রোপন এবং গাছের চারা বিতরণ। এ উপলক্ষে শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সবুজ গেঞ্জী পরিহিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শিশু পার্ক এলাকায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় র‌্যালীতে মানুষের উপস্থিতি স্বল্প সময়ের জন্য হলেও সবুজে সবুজে ভরে উঠে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ প্রধান অতিথির বক্তৃতায় বলেন- পরিবেশ ধ্বংসের কারনে সরকার দেশব্যাপী বৃক্ষ রোপনের উপর এবার গুরুত্ব দিয়েছেন। কিন্তু সেই পরিবেশ বিপর্যয়ের জন্য মানুষ দায়। আমরা যদি মানুষের মত আচরণ করি তাহলে পরিবেশ আমাদের উপর বোঝা হওয়ার কথা নয়। পাহাড়ী অঞ্চল হওয়ায় যত্রযত্র পাহাড় কাটা ও বৃক্ষ কাটার কারনে পরিবেশ বিপর্যয় হচ্ছে। যার কারনে মানবিক বিপর্যয় আমাদের মোকাবেলা করতে হয়। তাই আগামীর সুন্দর ভবিষ্যত বির্নিমানের জন্য পরিবেশ রক্ষা করা আমাদের উপর গুরুত্ব হয়ে দাড়িয়েছে।
সভাপতির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম বলেন- বর্তমানে আমরা পরিবেশগত ক্রান্তিলগ্ন অতিক্রম করছি। সম্প্রতি পার্শ্ববর্তী দেশে এর প্রভাব আমরা দেখতে পেয়েছি। তাই এবার প্রায় পাচঁ লাখ বৃক্ষ রোপনে আমাদের টার্গেট রয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের বাজেটেও এক লক্ষ টাকা বৃক্ষ রোপনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তাই প্রত্যেককে গাছ লাগিয়ে পরিবেশ বাচাঁতে অবদান রাখার জন্য আহ্বান জানান।
এসময় নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা আবদুস সবুর ভুইয়া, সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ডা: সিরাজুল হক, এনজিও প্রতিনিধি উসাইমং, নিজেদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।
উপজেলা বিআরডিবি’র সহকারী কর্মকর্তা শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার এসআই মো: ফরিদুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীতিময় চাকমা, শিক্ষক মংচানু চাক, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মহিউদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মিজানুর রহমান, প্রধান শিক্ষক নুরুল বাশার, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালী নিয়ে উপজেলা পরিষদ ডরমেটরীর পিছনে তিনটি চারা রোপনের পর উপজেলা উম্মুক্ত মঞ্চে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।