১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পদুয়ায় প্রেমের জ্বালায় প্রেমিকার আত্নহত্যাঃ প্রেমিক গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদির কূল হাঙ্গরখালের পূর্ব পার্শ্বে জঙ্গল পদুয়া এলাকায় প্রেমের জ্বালায় প্রেমিকার আত্মহত্যা হওয়ার সংবাদ পাওয়া গেছে। উক্ত প্রেমিকার নাম আরজু আক্তার (১৩)। সেই ওই এলাকার দিন মজুর মমতাজুল হকের কন্যা। এঘটনায় প্রেমিক মাহাবুবুল আলম (২২) কে আটক করেছে থানা পুলিশ। উক্ত প্রেমিক সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকার মরিশ্চা পাড়ার নুরুল ইসলামের পুত্র। ১৭ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৮টায় এঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লেখিত এলাকার মমতাজুল হকের কন্যা আরজু আক্তার (১৩) পদুয়া সুফী ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত। মাহাবুবুল আলমের সাথে বিগত ৬মাস পূর্বে আরজু আক্তার রং নাম্বারের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তাদের দু’জনের সাথে আরো গভীর সম্পর্ক সৃষ্টি হয়। গত ১৬ডিসেম্বর প্রেমের টানে সন্ধ্যা সাড়ে ৬টায় আরজু আক্তারের বাড়িতে সে বেড়াতে আসে। স্থানীয় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে উক্ত শিক্ষার্থীর বাড়িতে গিয়ে ছেলেটিকে দেখতে পেলে পদুয়া ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় চৌকিদার রাত সাড়ে ১০টায় তাকে আটক করে পদুয়া ইউপির কার্যালয়ে নিয়ে আসে। পরের দিন সকালে অভিমান করে বাড়ির পাশে একটি গোয়াল ঘরের বিমের সাথে ওড়না পেছিয়ে আরজু আক্তার আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এব্যাপারে তার প্রতিবেশী সাইফুল ইসলামের স্ত্রী নিশাত তাসমিন উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে তার বাড়ি থেকে বের হলে গোয়াল ঘরে তার লাশটি বিমের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। হঠাৎ ভয়ে তিনি চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে আসে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া থানার এসআই আব্দুল আউয়াল। তিনি মুঠো ফোনে উক্ত প্রতিবেদকে জানিয়েছেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। সঠিক ময়না তদন্তের জন্য আগামী কাল সকালে মর্গে প্রেরণ করা হবে এবং প্রেমিক মাহাবুবুল হককে আটক করে থানার হেফাজতে নিয়ে আসি। স্থানীয়রা কেউ কেউ এঘটনাটিকে রহস্যাবৃত বলে ধারণা করছেন। নিহত আরজু আক্তারের বাবা দিন মজুর মমতাজুল হক উক্ত প্রতিবেদককে জানান, তার মেয়ের স্বভাব চরিত্র ভাল ছিল। এলাকার সর্দার নুরুল আলম, সমশু ও বদিউল আলমসহ আরেক কয়েকজন ব্যক্তি ঘটনাটি বাড়াবাড়ি করেছেন বলেও তিনি জানান। তবে, সর্দার নুরুল আলম জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং এঘটনার সাথে তিনি আদৌ জড়িত নন বলেও দাবি করেন। পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন জহিরের কাছে মুঠো ফোনে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আত্মহত্যার ঘটনাটি সত্য। তবে কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে সে বিষয়ে তিনি জ্ঞাত নন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।