১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে জাতির কল্যাণে কাজ করতে হবে: ওসি শাহজাহান পিপিএম (বার)

লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান পিপিএম বার বলেছেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আমাদের বিশ্বে গুনগত সম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। এই চ্যালেঞ্জ অর্জনে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের দক্ষ নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় অনেক এগিয়ে গেছে। ২৮ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ গোলমাবারী মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, তরুন শিল্পপতি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর দৌহিত্র তারুণ্যের অহংকার মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব অলি উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও আজীবন দাতা সদস্য, টেরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল, মোস্তাক আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মুফিজুর রহমান, মকছুদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাষ্টার সমশুল আলম। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এটিএম আকতার হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার অলি উল্লাহ চৌধুরীর সুযোগ্য পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ফরমান উল্লাহ চৌধুরী, আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আজিজ, আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম অভিভাবক সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ওয়েল ফুডস এর লোহাগাড়া শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল উদ্দিন, অভিভাবক সদস্য মোহাম্মদ মোস্তাক আহমদ সওদাগর, মোহাম্মদ আছাদুল ইসলাম, সরোয়ার আক্তার, বিদ্যালয়ের কো-অপ্ট শিক্ষানুরাগী ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, আইনজীবি এডভোকেট মোহাম্মদ ফারুক, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দিল আফরোজ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অতিথির ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল অভিভাবক সদস্যদের কে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয় এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরুস্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।