৮ সেপ্টেম্বর, ২০২৫ | ২৪ ভাদ্র, ১৪৩২ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

নেইমারের নামে অভিযোগ করেছেন মেসি-ইনিয়েস্তারা

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে পিএসজিকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, বিদায় নিয়েছে পিএসজি। তবে, পরে লিগের ম্যাচে দেপোরতিভো লা করুনার বিপক্ষে ২-১ গোলে হেরে সমালোচনার মুখে পড়েছে বার্সা।

আর এমন হারের পর বার্সার ব্রাজিল তারকা নেইমারের ওপর বেজায় চটেছেন আর্জেন্টাইন তারকা মেসি। ক্লাব কর্তাদের কাছে নেইমারের ব্যাপারে অভিযোগও করেছেন সিনিয়র এই তারকা।

পিএসজির বিপক্ষে ক্যারিয়ারের সেরা ম্যাচ খেলেছেন নেইমার। একাই বার্সাকে টেনে নিয়েছেন। তবে, লিগের ম্যাচে অবনবম অঞ্চলে থাকা দেপোরতিভোর বিপক্ষে খেলেননি নেইমার। খুব বেশি না হলেও ইনজুরির কারণ দেখিয়ে লা লিগার এই ম্যাচে ছিলেন না নেইমার।

স্প্যানিশ সংবাদ মাধ্যমে জানানো হয়, দেপোরতিভোর বিপক্ষে ম্যাচটি চলাকালীন নেইমার তার বোন রাফায়েল্লার জন্মদিনে গিয়েছিলেন। এ সময় তার বান্ধবী ব্রুনা মারকুইজিনি সঙ্গে ছিলেন।

দেপোরতিভোর বিপক্ষে নামার আগে ঊরুর পেশিতে চোট আছে বলে অনুশীলনেও ছিলেন না নেইমার। ইনজুরির কারণ দেখিয়ে কোচ লুইস এনরিকের কাছ থেকে ছুটি মঞ্জুর করে ম্যাচটি খেলেননি। এমন খবরে মেসির সঙ্গে চটেছেন দলের অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

আর কিছু স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর রটেছে, নেইমার ম্যাচের সময় বান্ধবীকে নিয়ে বিভিন্ন শপিং মলে ঘুরছিলেন।

দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভবিষ্যতে নেইমারের এই আচরণকে প্রশ্রয় না দিতে ক্লাব কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন মেসি, ইনিয়েস্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।