১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে বান্দরবান জেলা ছাত্রলীগ

picsart_1480946518031
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ ও নিরক্ষর মুক্ত দেশ গড়ে তোলার ঘোষনা দিয়েছেন। এ ঘোষনাকে বাস্তবায়ন করার অঙ্গিকার করেছেন বান্দরবান জেলা ছাত্রলীগ।
রবিবার বিকেলে রেমাক্রী ইউনিয়ের ছাত্রাবাসে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ। এ সময় তিনি ৬০ জন নিরক্ষর পথ শিশুর হাতে শিক্ষা সামগ্রী তোলে দেন।
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে বান্দরবান জেলায় প্রতিটি গ্রামের অবহেলিত, বঞ্চিত শিশু কিশোরদের নিরক্ষরতা দূর করতে হাতে নিয়েছে নানান কর্মসূচী। বঞ্চিত শিশু কিশোরদের একত্রিত করে তাদেরকে লেখাপড়া করার সুযোগ সৃষ্টিতেও কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশকে নিরক্ষরতার হাত থেকে মুক্ত করতে এ প্রয়াস অব্যহত রাখার অঙ্গিকারও করেছে এ সংগঠনটি। এলাকায় এলাকায় বঞ্চিত শিশু কিশোরদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার মাধ্যমে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন বান্দরবান জেলা ছাত্রলীগ। সমাজকে পরিবর্তন করতে হলে দরিদ্র বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষের দায়িত্ব। বিত্তবানরা যদি যতটুকু সম্ভব এ দায়িত্ব বহন করে তাহলে দারিদ্রতার অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে পারি নিঃসন্দেহে। তাই সমাজের সচেতন মহল যদি এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসেন তাহলে বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারবে। বাংলাদেশ ছাত্রলীগ আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অঙ্গিকার করেছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষর মুক্ত দেশ ও ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করবো। তাই বর্তমানে দেশের প্রায় জেলা ও উপজেলায় নিরক্ষর শিশু কিশোর ও বয়স্কদের অক্ষরদান কর্মসূচীর কাজ চলছে। আশা করছি সকলের সহযোগিতা পেলেই আমরা আরো অনেক দুর এগিয়ে যাবো এবং অচিরেই বাংলাদেশ নিরক্ষরতার হাত থেকে মুক্তি পাবে। এসময় বান্দরবান জেলা ছাত্রলীগের সহসভাপতি আশীষ বড়ুয়া বলেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দারিদ্রতার হাত থেকে রক্ষা করতে নানান কর্মসূচী বাস্তবায়ন করে চলছে এরই অংশ হিসেবে বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগের নেতৃত্বে আমরা নিরক্ষরদের অক্ষর দান করার কর্মসূচী হাতে নিয়েছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।