৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

নিবন্ধনের আওতায় দু’লাখ রোহিঙ্গা : পুরো ক্যাম্পে বিদ্যুতায়ন

বিশেষ প্রতিবেদক

প্রধানমন্ত্রীর মহানুভবতায় রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়া হচ্ছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মানুষ মানুষের জন্য। সভ্যতার বিকাশের এসময়ে চোখের সামনে কোন লোককে গুলির মুখে ঠেলে দিতে পারিনা। তাই আমাদের নানা অপূর্ণতার মাঝেও প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। মায়ানমারে রোহিঙ্গাদের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরী করে দিতে বিশ্ব সমাজ রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে। নিজ বাসভূমে ফিরতে এবং বাস্তুচ্যুতি থেকে একটি জাতিকে রক্ষায় চলমান বয়োমেট্রিক পদ্ধতিতে এ পর্যন্ত দু’লাখ রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে। তাদের জন্য বিদ্যুতায়ন হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলো।
বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ‘মানবিক সহায়তা বিষয়ক আন্ত:সংস্থা’ সমন্বয় সভায় মন্ত্রী এসব কথা বলেছেন।
কক্সবাজার সার্কিট হাউজে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন ত্রাণমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, কক্সবাজার রিফিউজি ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম।
সভায় পাসপোর্ট বিভাগ থেকে কক্সবাজারস্থ সহকারি পরিচালক আবু নাইম মাসুম জানান, এখন পর্যন্ত প্রায় ২ লাখ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সকল রেজিস্ট্রেশন সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বিদ্যুৎ বিভাগ থেকে জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদ আজম মজুমদার জানান, ক্যাম্প এলাকায় ৯ কিলোমিটার বিদ্যুতের নতুন লাইন নির্মাণ করা হয়েছে। লাগানো হয়েছে স্ট্রিট ল্যাম্প ও ফ্লাড লাইট।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম জানান, এখন পর্যন্ত ৭ হাজার গর্ভবতী মহিলাকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। জন্ম নিয়েছে ৬৫৩ জন শিশু। ২৪ জন এইচআইভি রোগীর সন্ধান পাওয়া গেছে এবং ম্যালেরিয়ার রোগী পাওয়া গেছে ৮জন। ৬ লাখ ৭৯ হাজার লোককে কলেরার ভেকসিন খাওয়ানো হয়েছে।
সমাজ সেবা বিভাগ থেকে উপজেলা সমাজ সেবা অফিসার মো. এমরান খান জানান, এ পর্যন্ত ১৬ হাজার ৮৩৩ জন এতিম শিশুর সন্ধান পাওয়া গেছে। অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সভায় রোহিঙ্গা বিষয়ক সকল তথ্যের নির্ভুলতা ও গণমাধ্যমের তথ্য প্রাপ্তি সহজতর করার জন্য মিডিয়া সেন্টার থেকে প্রতিদিন ব্রিফ করার জন্য সভা থেকে নির্দেশ দেয়া হয়। এসময় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।