১০ নভেম্বর, ২০২৫ | ২৫ কার্তিক, ১৪৩২ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিখোঁজ ও নিহতদের তালিকা করছে বিএনপি

BNP1

চলমান আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে যারা হত্যা, গুম, ক্রসফায়ার, অপহরণ ও গুরুতর জখমের শিকার হয়েছে তাদের নামের তালিকা তৈরির কাজ শুরু করছে বিএনপি।

সারাদেশে তৃণমূলে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষনেতাদের বরাবর দলটির কেন্দ্রীয় দফতর থেকে একটি চিঠি পাঠানো হয়েছে বৃহস্পতিবার। চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে ভুক্তভোগী নেতাকর্মী ও সমর্থকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কেন্দ্রে পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া সারাদেশে মামলায় জর্জরিত নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে তাদের নাম লিপিবদ্ধ করা হচ্ছে বলেও দলটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিগত দিনে আন্দোলনকে কেন্দ্র করে যাদের নামে মামলা হয়েছে তাদেরও তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। এ ছাড়া কারাগারে আটক নেতাকর্মীদের কার নামে কয়টা মামলা আছে সেটাও লিপিবদ্ধ করা হচ্ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী তাদের বিএনপির পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সারাদেশে দলের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠানো হয়েছে। মুখপাত্রের দায়িত্বে থাকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়েছে— ‘২০১৫ সালের ৫ জানুয়ারি পর হতে মহানগর জেলা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর, সরকারি দল কর্তৃক অঙ্গসংগঠনের কতজন নেতাকর্মী সমর্থক ক্রসফায়ারে, নির্যাতনে বা অন্য কোনোভাবে নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, কতজন অপহরণ, গুম হয়েছে কতজন তাদের পদ ও দলীয় পরিচয়সহ পূর্ণ নাম-ঠিকানা আগামী ১০ দিনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় দফতরে প্রেরণের জন্য জরুরি ভিত্তিতে অনুরোধ করা গেল।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান দ্য রিপোর্টকে বলেন, ‘এটা আমাদের রুটিন ওয়ার্ক। ২০১৪ সালের পর থেকে আমরা নিয়মিতই তালিকা আপডেট করছি। নতুন করে যোগ হবে গত ৫ জানুয়ারি থেকে যারা নিখোঁজ রয়েছেন। এ ছাড়া যাদেরকে খুন, গুম করা হয়েছে তাদের তথ্যও সংগ্রহ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সারাদেশ থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীদের সহায়তায় এ তথ্য সংগ্রহের কাজ করছি। পাশাপাশি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কার নামে কয়টা মামলা আছে এবং জেলে আছেন যারা তাদেরও নাম ঠিকানা তালিকাভুক্ত করা হবে।’

সারাদেশে চলমান আন্দোলনে যারা আহত, নিহত ও গুম হয়েছেন তাদের সাংগঠনিক পরিচয়সহ নাম, ঠিকানা, তাদের পবিরারের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর সংগ্রহের কাজ করা হচ্ছে বলেও জানান মোহাম্মদ শাহজাহান।

তৃণমূলে চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম বৃহস্পতিবার বিকেলে দ্য রিপোর্টকে বলেন, ‘হ্যাঁ, আমরা একটি চিঠি আজকেই পাঠিয়েছি। আশা করি খুব দ্রুতই তথ্যগুলো আমাদের কাছে চলে আসবে।’

গুম, খুনের তালিকা প্রসঙ্গে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা খুন, গুম ও নিখোঁজ নেতাকর্মীদের তালিকা তৈরির কাজ সংগঠনের পক্ষ থেকে শুরু করেছি। সারাদেশে সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে তারা তালিকা তৈরি করে কেন্দ্রে জমা দিতে পারব।’

ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান দ্য রিপোর্টকে বলেন, ‘দল ও আমাদের সংগঠনের নেতাকর্মীদের তালিকা তৈরির কাজ চলমান প্রক্রিয়া। আমাদের কাছে বিগত দিনের তালিকা তৈরি করা আছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যারা নিখোঁজ রয়েছেন তাদের নাম সংযুক্ত করতে হবে। দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা খুব দ্রুতই এ কাজ শেষ করতে পারব। সারাদেশের নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হবে।’

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।