
কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে অপহৃত বহুল আলোচিত বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার সকালে কক্সবাজার থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
এ ব্যাপারে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকি জানান, আবদুর রাজ্জাককে ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। পরে ঢাকায় সদর দপ্তরে এনে সংবাদ সম্মেলন করা হবে। বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ সেখানে উপস্থিত থাকবেন।
এর আগে টেকনাফ স্থল বন্দরে পৌঁছে ইমিগ্রেশন ঘাটে এসেই আলোচিত এই বিজিবি সদস্য রাজ্জাক সংবাদকর্মীদের বলেন, মিয়ানমার বিজিপি নদীতে টহলরত অবস্থায় আমাকে সেদিন অপহরণ করে। আমি মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে অত্যন্ত আনন্দিত।
উল্লেখ্য, গত ১৭ জুন ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আবদুর রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। তারা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লশি চালায়। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির সদস্যরা বিজিবি সদস্যদের উপর গুলি ছুড়ে। এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে বিজিপির ট্রলার রাজ্জাককে অপহরণ করে মিয়ানমারের দিকে চলে যায়। বিপ্লব বর্তমানে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হয়ে উঠছেন।
অবশেষে গত ২৫ জুন বৃহস্পতিবার নানা নাটকিয়তার মধ্য দিয়ে বিকালে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকের পর রাজ্জাককে বিজিবি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।