২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

নাইক্ষ্যংছড়িতে ৩৭ মে:টন চাল ও ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ

download

নাইক্ষ্যংছড়িতে গত বুধবার ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘন্টায় পানি বন্দি মানুষের সহায়তায় ২৫ মে:টন চাল ও ১লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল শনিবার ২য় দফায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তাৎক্ষনিক ১২ মে:টন চাল ও ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। যার মধ্যে বাইশারী ইউনিয়নে ৪ মে:টন চাল ও ৪হাজার টাকা, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে আড়াই মে:টন চাল ও ৪হাজার টাকা, ঘুমধুম ইউনিয়নে আড়াই মে:টন চাল ও ৪হাজার টাকা, সোনাইছড়ি ইউনিয়নে ১মে:টন চাল ও ৪হাজার টাকা এবং দোছড়ি ইউনিয়নে ২ মে:টন চাল ও ৪হাজার টাকা।
উপজেলায় অন্তত ৩৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাব্য তথ্যে শনিবার ২য় দফায় আরো ২৫ মে:টন চাল ও ১লক্ষ টাকা ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাদ্দ দিয়েছেন বলে জানান নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ। এ নিয়ে উপজেলায় মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৩ মে:টন চাল ও ১লক্ষ ২০ হাজার টাকা। তিনি আরো জানান, ৪৮ ঘন্টায় পানি বন্দি থাকায় বিশেষ করে বাইশারী, ঘুমধুম ও নাইক্ষ্যংছড়ি সদরে ব্যাপক ক্ষতি হয়েছে। এখানকার যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।