১২ নভেম্বর, ২০২৫ | ২৭ কার্তিক, ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

নবনির্বাচিত মেয়র এর প্রধানমন্ত্রী সাক্ষাৎ; কক্সবাজারে ভূমিহীনদের জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্প হবে

কক্সবাজার পৌরসভায় ভূমিহীনদের জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্প হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারি, খাস জমিতে বসবাসকারিদের জন্য বিশেষ একটি আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হবে। খুরুশকুলে জলবায়ূ উদ্বাস্তুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হওয়া আশ্রয়ণ প্রকল্পের আদলে হবে এই প্রকল্প।
মঙ্গলবার সকাল ১০ টায় কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করতে যান। শুরুতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

ওই সময় মো. মাহাবুবুর রহমান চৌধুরীর সাথে ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের নেতা রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহামুদুল করিম মাদু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, সাবেক ছাত্রনেতা স্বরূপম পাল পাঞ্জু।

সাক্ষাৎ শেষে বের হয়ে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শুরুতে কক্সবাজার পৌরবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর মনোনীত আওয়ামীলীগের দলীয় প্রার্থী মাহাবুবকে ভোট প্রদান করায় কতৃজ্ঞতা জানান। একই সঙ্গে নির্বাচনে দলীয় নেতা-কর্মী সহ যারা নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন তাদের শুভেচ্ছাও জানান। আগামি জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।

নবনির্বাচিত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, আমার প্রতি আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দিয়েছেন। পৌরবাসির ভোটে নির্বাচিত হয়েছি। পৌরবাসির পক্ষে কতৃজ্ঞতা প্রকাশের জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। প্রধানমন্ত্রী কক্সবাজার পৌরসভাকে একটি স্মার্ট, আধুনিক ও পরিচ্ছন্ন শহর করতে কাজ করার নিদের্শ দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।