২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নবনির্বাচিত মেয়র এর প্রধানমন্ত্রী সাক্ষাৎ; কক্সবাজারে ভূমিহীনদের জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্প হবে

কক্সবাজার পৌরসভায় ভূমিহীনদের জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্প হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারি, খাস জমিতে বসবাসকারিদের জন্য বিশেষ একটি আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হবে। খুরুশকুলে জলবায়ূ উদ্বাস্তুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হওয়া আশ্রয়ণ প্রকল্পের আদলে হবে এই প্রকল্প।
মঙ্গলবার সকাল ১০ টায় কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করতে যান। শুরুতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

ওই সময় মো. মাহাবুবুর রহমান চৌধুরীর সাথে ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের নেতা রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহামুদুল করিম মাদু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, সাবেক ছাত্রনেতা স্বরূপম পাল পাঞ্জু।

সাক্ষাৎ শেষে বের হয়ে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শুরুতে কক্সবাজার পৌরবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর মনোনীত আওয়ামীলীগের দলীয় প্রার্থী মাহাবুবকে ভোট প্রদান করায় কতৃজ্ঞতা জানান। একই সঙ্গে নির্বাচনে দলীয় নেতা-কর্মী সহ যারা নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন তাদের শুভেচ্ছাও জানান। আগামি জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।

নবনির্বাচিত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, আমার প্রতি আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দিয়েছেন। পৌরবাসির ভোটে নির্বাচিত হয়েছি। পৌরবাসির পক্ষে কতৃজ্ঞতা প্রকাশের জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। প্রধানমন্ত্রী কক্সবাজার পৌরসভাকে একটি স্মার্ট, আধুনিক ও পরিচ্ছন্ন শহর করতে কাজ করার নিদের্শ দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।