১ আগস্ট, ২০২৫ | ১৭ শ্রাবণ, ১৪৩২ | ৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

নতুন ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত, ডা. সিরাজকে ফুলেল শুভেচ্ছা

 

উত্তর আমেরিকায় বসবাসরত কক্সবাজার প্রবাসিদের সংগঠন ‘কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উত্তর এক পর্যালোচনা সভা ১১ মে সোমবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনস্থ এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি এহতেশামুল হক শিমুল এই সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
কার্যনির্বাহী কমিটির এই সভায় সংগঠনের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও ফেইসবুক পেইজ আরও আকর্ষনীয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাহাদুরকে সমন্বয়কারি করে ৪ সদস্য বিশিষ্ট ‘ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ ডেভলপমেন্ট’ কমিটিও গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য ও যোগাযোগ সম্পাদক নেচারুল হক জুয়েল, নির্বাহী সম্পাদক মিনহাজ উদ্দিন ও সিদুল কান্তি দে।
সভায় আগামি রমজানের মাসের প্রথম পর্যায়ে ইফতার পার্টি আয়োজনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও সভা শেষে যুক্তরাষ্ট্রে বৈজ্ঞানিক সেমিনারে অংশ নিতে আসা কক্সবাজারের সন্তান ও বিশিষ্ট চিকিৎসক ডা. সিরাজুল হককে উঞ্চ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সমিরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি (অর্থ) মোক্তার আহমদ, যুুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাহাদুর, অর্থ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. এ ইরফান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমান আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুহাস চক্রবর্তী, তথ্য ও যোগাযোগ সম্পাদক নেচারুল হক জুয়েল, ক্রীড়া সম্পাদক মাহফুজুল করিম, নির্বাহী সদস্য যথাক্রমে সিদুল কান্তি দে, ইমরুল কায়েস, মাষ্টার মনসুর আলম ও মিনহাজ উদ্দিন।
সভা শেষে জ্যাকসন হাইটস প্রিমিয়াম রেষ্টুরেন্টে সদস্যদের জন্য ডিনারের আয়োজন ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।