৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ধোনির সবচেয়ে বড় সমালোচকের ডিগবাজি!

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনির ফর্ম নিয়ে এমন সমালোচনা শুরু হয়েছিল যে, পৃথিবীর আর কোনো ক্রিকেটারের বোধহয় খারাপ সময় আসে না। সমালোচনার জবাবে একটি শব্দও ব্যয় করেননি ধোনি। উপরন্তু চলতি আইপিএল টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই তার ফর্ম ফিরে আসছে। মুম্বাইকে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছনোর পরে ধোনির সবচেয়ে বড় সমালোচক আবারও ডিগবাজি দিলেন!

মহেন্দ্র সিংহ ধোনির সবচেয়ে বড় সমালোচক কে- সেটা নিশ্চয়ই অজানা নয়। তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা। মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে পুনে। আর তার পরেই আবারও ডিগবাজি খেলেন হর্ষ। ধোনির সমালোচনার পরিবর্তে তার প্রসংশায় পঞ্চমুখ তিনি!

মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ধোনির মারমুখী ইনিংসের সৌজন্যে লড়াই করার মতো স্কোর খাড়া করে পুনে। শেষ দুই ওভারে ধোনি ও মনোজ তিওয়ারি ৪১ রান তোলেন। ধোনি ৫ ছক্কায় দ্বারা ২৬ বলে ৪০ রান করেন। খেলার শেষে হর্ষের টুইট, “ধোনির বিস্ফোরক ইনিংস, ওয়াশিংটন সুন্দরের চাতুর্যপূর্ণ বোলিং ও স্মিথের অসাধারণ অধিনায়কত্বের হাত ধরে আইপিএলের ফাইনালে পৌঁছল পুনে। ”

অথচ টুর্নামেন্টের শুরুতে এই হর্ষরই অন্য ছবি দেখেছিলেন সবাই। ধোনিকে দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে টুইট করেছিলেন তিনি। হর্ষের টুইটের নিন্দা করেছিলেন ধোনি-ভক্তরা। ভারতের অন্যতম সেরা অধিনায়ক সম্পর্কে এ ধরনের মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত ওই টুইট ডিলিট করতে বাধ্য হন হর্ষ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।