৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তিঃ
দেশে রোহিঙ্গা আগমনে ৫ বছর পূর্তিতে তাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন করেছে রোহিঙ্গা প্রতিরোধ কমিটি কক্সবাজার।
বৃহস্পতিবার (২৫ আগস্ট)  সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষযক সম্পাদক এডঃ তাপস রক্ষিত,  কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, কক্সবাজার খেলাঘর আসরের সভাপতি আবুল কাসেম বাবু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও রোহিঙ্গা প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,  কক্সবাজার সোসাইটি সভাপতি গিয়াস উদ্দিন,  বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সদর উপজেলা কমিটির সভাপতি এনামুল হক চৌধুরী,  বৃহত্তর বৈদ্যঘোনা সমাজ কমিটির সভাপতি শরিফুল ইসলাম, ইসলামপুর সমাজ কমিটির সভাপতি আব্দুল হক নুরী, কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রিযাজ মোর্শেদ,  কক্সবাজার সিটি কলেজ ছাত্র মোঃ ইরফান,  দিনমুজুর এক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জমির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,  দেশে রোহিঙ্গারা এসেছে ৫বছর পূর্ণ হয়েছে।  অথচ এখনো পর্যন্ত তাদের প্রত্যাবাসনের কোন প্রক্রিয়া দৃশ্যমান নয়। কয়েকবার তাদের প্রত্যাবাসনের কথা আসলেও তা বাস্তবায়ন হয়নি। যার কারণে মাদকের আগ্রাসন, চুরি ডাকাতিসহ সমাজে অপরাধ বেড়েছে।
তারা আরো বলেন, আজকে রোহিঙ্গা থাকার কারণে স্থানীয় নাগরিকদের রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র নিতে হয়।  যা আমাদের জন্য লজ্জাজনক।
আমরা কক্সবাজারবাসি আজ অতিষ্ঠ হয়ে পড়েছি।
আমাদের এই থেকে রক্ষা পেতে হলে কক্সবাজারকে রোহিঙ্গামুক্ত করতে হবে।  যার একমাত্র মাধ্যম প্রত্যাবাসন। আশা করছি সরকার নজর দিবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।