৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সপ্তাহ যাবত

দৌছড়িতে বড় ভাইয়ের এসিড নিক্ষেপ, জলসে গেছে ছোট ভাইয়ের সারা শরীর

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ২৭৯ নং বাকখালী মৌজার চিকন ছড়ি গ্রামে আপন বড় ভাই আবু সৈয়দ এর মারধর ও এসিড নিক্ষেপে জলসে গেছে ছোট ভাই মোহাম্মদ উল্লাহ র সারা শরীর সহ আরো ২ জনের আংশিক শরীর।
এদের মধ্যে গুরুতর আহত হয়েছেেন আপন ছোট ভাই মোহাম্মদ উল্লাহ।
মোহাম্মদ উল্লাহ এখনো কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়।
আহতরা হলেন মৃত আনু মিয়ার পুত্র মোহাম্মদ উল্লাহ (৩৫)স্ত্রী তফুরা বেগম ( ২৮) ভাগিনা শাহাবুদ্দিন (৩০) ।

ঘটনাটি ঘটছে গত শনিবার ১৩ ই জুন দুপুর ২টার দিকে চিকন ছড়ি গ্রামে নিজেদের বসত ভিটার জায়গা নিয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান পিতার মৃত্যুর পুর্ব কালীন ছোট ভাই মোহাম্মাদ উল্লাহ ও বড় ভাই আবু সৈয়দ কে যার যার জায়গা বন্টন করে দেয়। দীর্ঘ বছর বিনা বাধায় স্ব স্ব জায়গা আবাদ পুর্বক শান্তিপুর্ন ভাবে বসবাস করে আসলে ও গত কিছুদিন যাবত বড় ভাই আবু সৈয়দের লোলপ দৃষ্টি পড়ে ছোট ভাইয়ের জায়গার উপর। গত শনিবার বড় ভাই আবু সৈয়দ সহ ৫জন মিলে ছোট ভাইয়ের ভোগ দখলীয় জায়গার উপর জোরপূর্বক ঘর বাধার চেষ্টা চালায়। ঐ সময় ছোট ভাই মোহাম্মদ উল্লাহ বাধাদিলে দা, লাঠিসোটা ও দেশীয় অস্রশস্র নিয়ে তাকে এবং তার স্ত্রী ও ভাগিনাকে বেদড়ক পিঠিয়ে গরুতর আহত করে ক্ষান্ত হননি বড় ভাই আবু সৈয়দ।

পরে এসিড মেরে পুরো শরীর জলসে দিয়েছে ছোট ভাই মোহাম্মদ উল্লাহ র। এসময় আরো ৩জন আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাদের উদ্বার করে নাইক্ষ্যং ছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকৎসক ককসবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে জানান কর্মরত চিকিৎসক।

উক্ত ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তবে পুলিশ এপর্যন্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি।

ছোট ভাই মোহাম্মাদ উল্লাহ জানান এখনো বড় ভাই আবু ছৈয়দের হুমকি অব্যাহত রয়েছে।

এবিষয়ে দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুল্লাহ জানান এটি একটি অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা। তিনি এঘটনায় মর্মাহত। বড় ভাইয়ের এহেন আচরনের নিন্দা ও শাস্তির দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।