৩০ ডিসেম্বর, ২০২৫ | ১৫ পৌষ, ১৪৩২ | ৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

দোহাজারী-ঘুনদুম প্রকল্প: ভূমি অধিগ্রহণ নিয়ে বৈঠক আজ

দোহাজারী থেকে কক্সবাজার হয়ে মিয়ানমারের সীমান্ত গুনদুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন।

বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসক, বন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা কমলাপুর স্টেশন থেকে তূর্ণা এক্সপ্রেস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবেন রেল মন্ত্রণালয়ের সচিব। বুধবার সকাল ৮টায় সিআরবি রেলওয়ে রেস্টহাউসে পৌঁছার কথা রয়েছে। সেখান থেকে ১০টায় বিভাগীয় কমিশনারের অফিসে যাবেন।

বৈঠক শেষে দুপুর ১টায় দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ডুয়েলগেজ নির্মাণ প্রকল্প সরেজমিন পরিদর্শনে রওয়ানা হবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফে সড়ক ও জনপথ অধিদফতরের রেস্ট হাউসে রাত যাপন করবেন।

দোহাজারী-কক্সবাজার নতুন ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, দোহাজারী-কক্সবাজার নতুন ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসবেন রেল মন্ত্রণালয়ের সচিব। বৈঠক শেষে প্রকল্পের জমি সরেজমিন পরিদর্শন করবেন।

জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দোহাজারী-কক্সবাজার-গুনদুম রেলপথ নির্মাণ প্রকল্পটির সম্ভাবতা যাচাই শুরু হয় ২০১৩ সালে। এতে ৩ কোটি টাকা ব্যয়ে কাজ করে কানাডার পরামর্শক প্রতিষ্ঠান ক্যানারেল কোম্পানি।

রেলওয়ের তথ্যমতে, দোহাজারী-কক্সবাজার-গুনদুম প্রকল্পের বাস্তবায়নকাল ছিল ২০১০ সালের জুলাই থেকে ২০১৩ সালের ডিসেম্বর। পরে দুই দফা সময় বাড়িয়ে ২০১৫ সালের জুন পর্যন্ত করা হয়। তবে এখনো প্রকল্পের বাস্তব অগ্রগতি শূন্য শতাংশ। নতুন হিসাবে ২০২০ সালের জুনে রেলপথটি নির্মাণ শেষ হতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।