কক্সবাজারসময় ডেস্কঃ
ককসবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভায় চলমান করোনা মহামারি প্রতিরোধে জনসমাগম এড়াতে ককসবাজারে ৩১ মে পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
ককসবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল ১৩ মে ফেডারেশনের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির চৌধুরীর পরিচালনায়
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ চৌধুরী, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মাওঃ আবূুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমদ ওসমানী, অর্থ সম্পাদক মোঃ নুরুল আমিন, সদস্য জসিম উদ্দিন চৌং, মোঃ মোস্তফা, জসিম উদ্দিন, দোকান কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, শহিদুল ইসলাম বাবুল, আবদুল মান্নান, জহিরুল ইসলাম, মোস্তফা কামাল মিন্টু, মহারাজ বাবু, লোকমান, নুর মার্কেটের সেক্রেটারি প্রমুখ।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে থাকায় চলমান পরিস্থিতিতে দোকান বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেন ফেডারেশনের নেতারা।
অপরদিকে গতকাল কতিপয় দুষ্কৃতকারী ব্যক্তি ফেডারেশনের নেতৃবৃন্দের প্রতি বিষোদগার ও অপপ্রচার করায় তীব্র নিন্দা জানানো হয়।
ক্ষতিগ্রস্হ কর্মচারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের কাছে প্রনোদনার দাবী জানায় ফেডারেশনের নেতারা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।