৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

দৈনিক হিমছড়ি পরিবার’র মিলনমেলা

him DSC09975
জেলার বহুল প্রচারিত উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বাসী দৈনিক হিমছড়ি পরিবার’র বনভোজন’১৫ ইসলামীয়া মহিলা কামিল মাদ্রাসা পয়েন্টে কবিতা চত্ত্বরে সম্পন্ন হয়। সকাল ১০টা থেকে বনভোজনের ডেলিগেটরা বনভোজন স্থলে জমায়েত হতে শুরু করে। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত হলেও উপজেলা প্রতিনিধিদের উপস্থিতি বার্ষিক বনভোজন হিমছড়ি পরিবারের মিলনমেলায় রূপ নেয়। দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ’র স্বাগত বক্তব্যে মধ্যে দিয়ে সকাল ১১টায় কর্মসূচী শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ হোছাইন। দৈনিক হিমছড়ির যুগ্ম বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার’র পরিচালনায় উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিশেষ প্রতিবেদক এএইচ সেলিম উল্লাহ। আরও অংশ নেন, ষ্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, উপজেলা প্রতিনিধি আবুল বাশার নয়ন, ওবাইদুল হক নোমান, শহিদুল ইসলাম, জাফর ইকবাল ও মুফিজুর রহমান। এরপর জুমার নামাজের বিরতি ঘোষণা করা হয়। নামাজ শেষে সকলেই মধ্যাহ্ন ভোজে অংশ নেন। দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ উপস্থিত প্রতিবেদক ও প্রতিনিধিদের উদ্দ্যেশ্যে প্রতিবেদন তৈরীর কলাকৌশল সম্পর্কে ধারণা দেন। শেষে উখিয়া প্রেসক্লাব সভাপতি এড. আবদুর রহিম শুভেচ্ছা বক্তব্য রাখেন। র‌্যাফেল ড্র’র মধ্যে বনভোজনের চিত্তবিনোদনকে আরও মাতিয়ে তোলে। পরে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে হিমছড়ি সম্পাদক পুরস্কার তুলে দেন। হিমছড়ির সার্বিক কল্যাণ কামনায় অনুভূতি প্রকাশে আরও অংশ নেন, কাইছারুল ইসলাম, শাহেদ ইমরান মিজান, দীপন বিশ্বাস এইচএন আলম, নুরুল হক। আরও উপস্থিত ছিলেন, আবু সুফিয়ান, ইমন বড়–য়া, আলমগীর ও শাহীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।