মোহাম্মদ রাসেল।পিতার নাম সিরাজুল ইসলাম।মাতার নাম রেহেনা আক্তার।চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের হাঙ্গরকুল মাঝের দোকান এলাকায় তার বাড়ি।রাসেল পরিবারের বড় ছেলে।সে লোহাগাড়ার চুনতি হাকিমিয়া এম এ কামিল মাদ্রসার নবম শ্রেণীর শিক্ষার্থী।গত ৭ মার্চ সন্ধায় মাদ্রাসা থেকে বাহির হয়ে গেলে আর ফিরে আসেন নি।রাসেলের মা রেহেনা আক্তার কান্নাজনিত কন্ঠে উক্ত প্রতিবেদককে জানান,তার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করত।তাকে কোন ধরণের বকাবকি করা হয়নি।তবে,তার ছেলে মাদ্রাসায় পড়াশুনা করবে না বলে তার মাকে বলে আসছিল। হঠাৎ গত ৩দিন ধরে তার ছেলের আর কোন সন্ধান পায়নি বলেও তিনি জানান। নিখোঁজ রাসেলকে খোঁজা অব্যহত রয়েছে।কেউ যদি তার খোঁজ পেয়ে থাকেন অনুগ্রহ পূর্বক নিম্নক্ত নাম্বারে যোগাযোগ করুন।০১৮১৫-৬২২১৯৩
০১৮২৬-৫৭৬০৫২(মোহাম্মদ নাছির)।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।