
গাজীপুরে স্বামীর মৃত্যুর দুই ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়েছে। এতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে আসে। রোববার সকালে তারা যান। মারা যাওয়া রফিজ উদ্দিন (৭০) ও সুফিয়া খাতুন (৬৫) মহানগরের চতর এলাকার মৌবাগ ৪৩২ নং বাড়ির বাসিন্দা সফদর আলী শেখ এর ছেলে ও পুত্রবধূ। রফিজ বাংলাদেশ সমরাস্ত্র কারখানর অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার অবসরপ্রাপ্ত সিনিয়র টেকনিশিয়ান রফিজ উদ্দিন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রোববার সকাল ৯ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। প্রতিবেশী ও স্বজনরা নিহত রফিজের দাফন-কাফন নিয়ে ব্যস্ত ছিলেন। এসময় সকাল ১১ টার দিকে রফিজ উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসী অসুস্থ সুফিয়া খাতুনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। জানাজা শেষে তাদের বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গোরস্তানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।