২৯ আগস্ট, ২০২৫ | ১৪ ভাদ্র, ১৪৩২ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

দখলবাজি বন্ধ ও ক্ষতবিক্ষত রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে কক্সবাজারে সমাবেশ


ইমাম খাইর, কক্সবাজার

পর্যটন শহর কক্সবাজারের বিভিন্ন এলাকায় বেপরোয়া দখলবাজি বন্ধ ও ক্ষতবিক্ষত রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সেই সঙ্গে যত্রতত্র বাস কাউন্টার স্থাপন, সড়ক দখল করে গাড়ির পার্কিং বন্ধ, অবৈধ সিএনজি স্টেশন অপসারণ এবং সড়কগুলোতে যানজটমুক্ত করার দাবি ওঠেছে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে আদালত প্রাঙ্গনে সমাবেশ থেকে এসব দাবি দেয়া হয়েছে।

সামাজিক সংগঠন ‘আমরা কক্সবাজারবাসী ও কক্সবাজার সোসাইটি’র যৌথ সভায় বক্তারা দরিয়া নগরে ৭০০ একর পাহাড়ি জমি ও বনভূমিতে প্রশাসন একাডেমির নামে লিজ বাতিল করার জোর দাবি জানান।

আমরা কক্সবাজারবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা অবিলম্বে জনভোগান্তি কমাতে সড়ক সংস্কারের দাবি দেন। একই সাথে তারা উন্নয়ন কাজে সমন্বয়হীনতার জন্য সংশ্লিষ্ট অফিসের কর্তা ব্যক্তিদের দায়ি করেন।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মুজিবুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, আমরা কক্সবাজারবাসীর সহসভাপতি কামাল উদ্দিন রহমান পেয়ারো, অপরাজেয় বাংলা কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক নুরুল আজিম কনক, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সহসভাপতি ফরিদুল আলম হেলালী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহসিন শেখ, দৈনিক আমার কাগজের সহসম্পাদক আকতার কুতুবী, শহর সহসভাপতি শহিদুল্লাহ মেম্বার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন, কক্সবাজার সোসাইটির সহসাধারণ সম্পাদক কল্লোল দে চৌধুরী, সিইএইচআরডিইএফের প্রধান নির্বাহী ইলিয়াছ মিয়া, আমরা কক্সবাজারবাসী কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রিফাত, সহসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সদর উপজেলা নেতা সাহাব উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন- আমরা কক্সবাজারবাসীর সহসভাপতি সাংবাদিক এম আর খোকন, বিশিষ্ট সমাজ সেবক মুর্শেদুল ইসলাম আজাদ, কলামিস্ট বদরুল ইসলাম বাদল, চিত্র শিল্পী সিরাজুল ইসলাম, আমরা কক্সবাজারবাসীর সহসাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, যুবনেতা আরমান হোসেন, কক্সবাজার শহর শাখার সভাপতি সফিনা আজিম, সাংগঠনিক সম্পাদক মো.ফারুখ, যুবনেতা আব্দুর রহিম বাবুল, মো.রাসেল, আমরা কক্সবাজারবাসীর মহিলা বিষয়ক সম্পাদিকা মা টিন টিন, সহমহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা সুলতানা রুমা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।