১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে- মোহাম্মদ আলী

teknaf-pic-a-08-12-16
সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন দল বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে তৃণমূল হতে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। উড়ে আসা সুযোগ সন্ধানীদের দলে জায়গা দিলে দুঃসময়ে কাছে পাওয়া যাবেনা। তাই অনতিবিলম্বে সেন্টমার্টিন ইউনিয়নের ওয়ার্ড সমুহের সম্মেলন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
৮ডিসেম্বর দুপুর সাড়ে ১১টায় জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছৈয়দ আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার,মাহবুব মোরশেদ,টেকনাফ যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক নুরুল আমিন,ইউনিয়ন যুবলীগের সাধারণ আক্তার কামাল,সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন শামীম,ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ,সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফাহাদ শাহীন,শব্বির আহমদ,হাফেজ আবুল হোছাইন,হাজী আব্দুস সালাম প্রমুখ। সভায় প্রধান অতিথি সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।