২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২ | ২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

তুমব্রু সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, দুই শিশু আহত


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৪ নং পিলারের কাছে মিয়ানমারের উত্তর পাড়ায় স্থলমাইন বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনায় আহত শিশুরা হলো মিয়ানমারের উত্তর পাড়ার শাকের আহমদের ছেলে কায়সার (১০) ও নুরুল আমিনের ছেলে আলম (৭)।

আহতদের উখিয়া শরণার্থী ক্যাম্পের ইউএনএইচসিআর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায়, রোহিঙ্গা পারাপার ঠেকাতে জিরো পয়েন্টে স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা শিশু কায়সার ও আলম কয়েকটি মাইন দেখতে পেয়ে খেলারছলে ঢিল ছুঁড়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। তারমধ্যে একটি মাইন বিস্ফোরণ হলেগুরুতর আহত হয় দুই শিশু। এদের মধ্যে কায়সারের মাথায় ও আলমের কপালে গুরুতর জখম হয়। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে সীমান্তপাড়ি দিয়ে উখিয়া শরণার্থী ক্যাম্পের ইউএনএইচসিআর হাসপাতালে ভর্তি করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল জানান, তুমব্রুতে একটি মিটিংয়ে ছিলেন তিনি। পৌনে ১২টা ও ১টার দিকে পর পর দুটি মাইন বিস্ফারণ ঘটে মিয়ানমারের ওপারে। এ ঘটনায় দুই শিশু আহত হওয়ার খবর শুনেছেন।

উল্লেখ্য, সোমবার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারী গুরুতর আহত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।