১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

তিন দিনের দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা শুরু আজ

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারে ৩ দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রতিবারের মতো “মানবিক সৌন্দর্যের জন্য কবিতা” প্রতিপাদ্যে এবারের শ্লোগান নির্ধারণ করা হয়েছে “শান্তির পৃথিবীর চাই, শুদ্ধাচারি স্বদেশ চাই”। এবারের আয়োজনের বিস্তারিত বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি। সংবাদ সম্মেলনে কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম জানান, বিশ্বব্যাপী একটি শান্তির বার্তা প্রেরণের জন্য এবারের আন্তর্জাতিক কবিতা মেলা। মেলায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ৪০ জন কবি স্বশরীরে এবং অনলাইনে আরো ২৭ জন কবি অংশ নিবেন। এর বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও দেড় শতাধিক কবি অংশ নিবেন। শুক্রবার সকাল ৮ টায় কক্সবাজার কেন্দ্রিয় শহিদ মিনারে ঘোষণা পাঠের মধ্যদিয়ে শুরু হবে এ মেলা। মেলার প্রথম দিন কবিতার সাম্পান যাত্রা হয়ে মহেশখালীর আদিনাথ প্রাঙ্গনে দুপুর পর্যন্ত অনুষ্ঠান মালা রয়েছে। এরপর বিকালে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহিদ সুভাষ হলে রয়েছে নানা অনুষ্ঠান মালা। এর পরের দিন শনিবার ও রোববার দুইদিন ব্যাপী রয়েছে অন্যান্য অনুষ্ঠানও।

তিনি জানান, কবিতা পাঠ, শান্তির প্রার্থনা, শান্তির সাম্পান ভাসান, আবৃত্তি, নাটক, গান, ফানুস উত্তোলন সহ নানা কর্মসূচি ঘীরে আন্তর্জাতিক মেলার ৩ দিন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন। ইতিমধ্যে অনুষ্ঠানে অংশ নিতে বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে অতিথি কবিরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা দিয়েছেন।

এ আয়োজনের মধ্যদিয়ে সমুদ্র শহরের বিশ্ব পরিচিতির পাশাপাশি শান্তির নতুন বার্তা প্রেরণ করা হবে।
বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুপা আলম এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি দিলওয়ার চৌধুরী, বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক কবি আসিফ নূর, আলম তৌহিদ, সদস্য অন্তিক চক্রবর্তী, নিধু ঋষি, দীপক শর্মা দীপু প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।