১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ডুলাহাজারা সাফারি পার্কে বন্যহাতির মৃত্যু

index

চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেতর একটি বন্যহাতির রহস্যজনক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে পার্কের বনকর্মীরা হাতির নির্ধারিত বেষ্টনীর অদুরে সীমানা দেয়ালের কাছে জঙ্গলে পড়ে থাকতে দেখে হাতির মৃতদেহটি উদ্ধার করেন। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করে ময়নাতদন্ত শেষে ফের পার্কের ভেতরে হাতির মৃতদেহটি পুঁেত ফেলা হয়েছে বলে জানিয়েছেন পার্কের বনবিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী। তবে স্থানীয় সুত্রে অভিযোগ উঠেছে, কতিপয় পাচারকারী চক্র হাতির দাঁত ও মুল্যবান অঙ্গ-প্রত্যঙ্গ লুটের জন্য পার্কের লোকজনের সহযোগিতায় আগেরদিন সন্ধ্যায় পার্কে ঢুকে রাতের আঁধারে এ ঘটনাটি সংগঠিত করেছে।
স্থানীয় সুত্র জানায়, সাফারি পার্কের হাতি বেষ্টনীর সীমানা দেয়াল অরক্ষিত থাকায় প্রায় সময় বন্যহাতির পাল বিনা বাঁধায় পার্কে ঢুকে পড়ে। ওই বিষয়টি মাঁথায় রেখে পাচারকারী চক্রের লোকজন ফাঁদ পেতে হাতি হত্যার মাধ্যমে দাঁত ও মুল্যবান অঙ্গ-প্রত্যঙ্গ লুটের জন্য পরিকল্পনা নেন। স্থানীয়দের ধারনা, আগেরদিন সন্ধ্যার দিকে পাচারকারী চক্রের কতিপয় সদস্যরা পার্কে ঢুকে কৌশলে হাতিটিকে হত্যা করে। পরে তাঁরা মৃত হাতিটি মাদি হওয়ার কারনে দাঁত না থাকায় সেখানে ফেলে পালিয়ে যায়।
সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো.নুরুল হুদা বলেন, আগেরদিন যে কোন সময় বন্যহাতিটি পার্কে ঢুকে পড়ে। রাতে তার মৃত্যু ঘটে। তবে ঠিক কি কারনে হাতিটি মারা গেছে তদন্ত প্রতিবেদন ছাড়াই এখনই তা বলা যাবেনা। বৃহস্পতিবার সকালে হাতির মৃতদেহটি উদ্ধারের পর বিষয়টি থানা পুলিশ ও পার্কের উর্ধ্বতন প্রশাসনকে অবহিত করা হয়। এরপর থানার এসআই সুজন তালুকদারের উপস্থিতিতে হাতির মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন করেন পেকুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পরে মৃতদেহটি পার্কের ওই এলাকায় পুঁেত ফেলা হয়। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।