১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে তিন বাঘ শাবক সুস্থ

Picture Chakaria   0
চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন তিন বাঘ শাবকের জন্ম হয়েছে। গত মঙ্গলবার পার্কের বেস্টনীতে বাঘ জয় ও বাঘিনী জুঁই এ তিনটি বাঘ শাবক জন্ম দেন। বর্তমানে জন্ম নেয়া তিনটি শাবক ও তাদের বাবা জয় ও মা জুঁইকে পার্কের সহকারি ভেটেরিনারী সার্জন মোস্তাফিজুর রহমানের তত্বাবধানে চিকিৎসা ও তরল খাবার দুধ দেওয়া হচ্ছে। রাখা হয়েছে একই স্থানে। বৃহস্পতিবার পর্যন্ত তিনটি শাবক ও তাদের মা জুঁই সুস্থ রয়েছে।
সাফারি পার্কের বনবিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ২০১২ সালে র‌্যাব ও বনবিভাগের অভিযানে ঢাকার শ্যামলী এলাকার এক প্রভাবশালী ব্যক্তির বাড়ি থেকে দুই মাস বয়সের তিনটি বাঘ শাবক উদ্ধার করা হয়। পরে এ গুলোকে পাঠানো হয় ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে। ভেটেরিনারী বিভাগের লোকজনের পরিচর্যায় ক্রমান্নয়ে বেড়ে উঠতে থাকে এ তিনটি বাঘ শাবক। গতবছর বন্ধুত্বের প্রতিক হিসেবে বাংলাদেশ সরকার জাপানকে দুটি রয়েল বেঙ্গল টাইগার উপহার দেন। তার মধ্যে ডুলাহাজারা সাফারি পার্ক থেকে পাঠানো হয় জ্যোতিকে। তিনি আরো বলেন, গতবছরের ১৩ অক্টোবর জয়-জুঁইকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়। আর চলতিবছরের ৫ মে তাঁরা জন্ম দেন একে একে তিনটি বাঘ শাবক।
ডুলাহাজারা সাফারি পার্কে রেঞ্জ কর্মকর্তা মো.নুরুল হুদা বলেন, জন্ম নেওয়া তিনটি শাবক ও তাদের মা জুঁই সুস্থ রয়েছেন। ভেটেরিনারী বিভাগের কর্মীরা শাবক তিনটির নিবিড় পরিচর্যা করছেন। তিনি বলেন, বাঘ জয় ও বাঘিনী জুঁইকে বেড়ে উঠতে ও প্রজনন ক্ষেত্রে পার্কের ভেটেরিনারী বিভাগের লোকজন নিবিড় পরিচর্যা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।