২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ডুলাহাজারা ইসলামিয়া মাদরাসা ও সুপার উপজেলা পর্যায়ে শ্রেষ্ট


চকরিয়া উপজেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন ডুলাহাজারা ইসলামিয়া আরবীয়া দাখিল মাদরাসা। ২০ ফেব্রুয়ারী জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০১৭-তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের (প্রশাসন-০২) সেবা) কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে এ প্রতিষ্ঠানকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট মাদ্রাসা হিসেবে নির্বাচিত করা হয়। একই সাথে উক্ত প্রতিষ্ঠানের সুপার মুহাম্মদ নাছির উদ্দিনকে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে ঘোষনা করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০১৭ এর অংশ গ্রহণ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের (প্রশাসন-০২) সেবা) কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করে চকরিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তত্বাবধানে প্রতিদ্বন্দী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা,দক্ষতা,অভিজ্ঞতা, নৈতিকতাও সৃজনশীলতাসহ বিভিন্ন মানদন্ডে যাছাই-বাছাইয়ের পর ডুলাহাজারা ইসলামিয়াা আরবীয়া দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ নাছির উদ্দিনকে দাখিল পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঘোষাণা করেন। তিনি বিগত ২০০১ সাল থেকে অদ্যাবধি সফলতার সাথে এ মাদ্রাসার দায়িত্ব পালন করে আসছেন। তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়ার হাজী মকতুল হোছাইনের ২য় পুত্র। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি তার এই কৃতিত্বের জন্য মাদ্রাসার সকল সহকর্মী, কর্মচারি ও ছাত্র-ছাত্রীসহ পরিচালনা কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে মাদরাসাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করায় মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক চৌধুরী এমএ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অপরদিকে উপজেলা পর্যায়ে কেরাত ও হামদ্ নাত প্রতিযোগীতায় ২ জন ছাত্র প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন। উল্লেখ্য ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসা থেকে ২০১৬ সালের দাখিল ও এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষায় ৮২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে পাশ করেছে সকলে। বর্তমানে মাদ্রসার ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭ শতাধিক। তৎমধ্যে বিজ্ঞানসহ মাদ্রাসা পর্যায়ে জেলায় একমাত্র কারিগরি শাখা রয়েছে এ প্রতিষ্ঠানে। এ প্রতিষ্ঠান গত ২০১৬ সালেও উপজেলা পর্যায় শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ট সুপারের গৌরব অর্জন করেন বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।