
কক্সবাজারে ডিবি ওসি সহ পুলিশের ১১ জন কর্মকর্তাকে একযোগে বদলী করা হয়েছে। এদের মধ্যে ডিবি ওসি ছাড়াও ৯ জন এসআই ও ১ জন এএসআই রয়েছেন। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিুকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলীর আদেশপ্রাপ্তরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন, এসআই বিল¬াল হোসেন বেলাল, এসআই আমিরুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম, এসআই একরামুল ইসলাম, কক্সবাজার সদর থানার এসআই মাসরুরুল হক, এসআই কামাল হোসেন, এসআই ফিরোজ আলম, উখিয়া থানার এসআই সেলিম চৌধুরী, কুতুবদিয়া থানার এসআই কামাল হোসেন, টেকনাফ থানার এএসআই সেলিম উদ্দিন। এদের মধ্যে ডিবি ওসি দেওয়ান আবুল হোসেন কে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের হেড-কোয়ার্টারে এবং অন্যদের বিভিন্ন স্থানে বদলী করা হয়।
ডিআইজি শফিকুল ইসলাম জানান, বদলীর আদেশপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। এ কারণে প্রশাসনিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখতে তাদের অন্যত্র বদলী করা হয়েছে। বদলীর বিষয়টি পুলিশ প্রশাসনের স্বাভাবিক কাজেরই অংশ বলে দাবি করেন তিনি।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।