৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার, সিএনজি জব্দ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহর ও শহরের উপকন্ঠে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় একটি সিএনজি, ছোরা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে কক্সবাজার সদর মডেল থানার পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ দক্ষিন বাহারছড়া মুক্তিযোদ্ধা গোল চত্বর এলাকায় একদল চিহ্নিত অপরাধী ডাকাতির প্রস্তুতি নেন।
খবর পেয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাঈদ নুর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালায়। ওই সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, ঝিলংজা(অংশ) পাওয়ার হাউজ, হাজী পাড়া, এলাকার মো. রাশেদ(২৫), তারেক আজিজ(২২) ও মো. ফরিদুল আলম(৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি যাহার রেজিঃ নং-কক্সবাজার-থ-১১-৮৭৯২। একটি অত্যাধুনিক স্টিলের টিপ ছোরা, যাহা বন্ধ অবস্থায় লম্বা অনুমান ৫ ইঞ্চি এবং খোলা অবস্থায় লম্বা অনুমান ১৩.৭ ইঞ্চি,। একটি কাচি, যাহা লম্বা অনুমান ০৮ ইঞ্চি,। তিনটি লোহার রড, যাহার মধ্যে ০২টির দৈর্ঘ্য অনুমান ১৬ ইঞ্চি এবং ১ টির দৈর্ঘ্য অনুমান ১৫ ইঞ্চি, পাঁচটি কালো রংয়ের মুখোশ উদ্ধার করা হয়।

পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন আরও বলেন, গ্রেফতারকৃদের কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৫০/৫৪৮, ২২ আগস্ট, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।