১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২ | ১১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

টেকনাফের হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

teknaf-pic-a-10-11-16
টেকনাফের হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিলে উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন,আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যত। মাদকাসক্ত টেকনাফের ছাত্র ও যুব সমাজের একটি অংশ নানা অপরাধে জড়িয়ে বিপদগামী হচ্ছে। এইভাবে চলতে থাকলে দেশ নেতৃত্ব শূন্য হওয়ার আশংকা রয়েছে। তাই ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে সৎ ও যোগ্যতা সম্পন্ন হয়ে আগামীতে দেশ পরিচালনার উপযোগী হিসেবে গড়ে উঠতে হবে। আর বর্তমান সরকার গরীব-মেহনতি মানুষের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধাদির অনিয়ম-দূর্নীতি হচ্ছে কিনা সে বিষয়ে সজাগ থাকতে হবে।
১০নভেম্বর বিকাল ৩টায় উপজেলার হ্নীলা বাসষ্টেশনের ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে একসভা ইউনিয়ন সভাপতি মাহমুদ হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সাবের খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর,পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার,মাহবুব মোরশেদ। উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলী আকবর,সাবেক সহসভাপতি আব্দুল ফারুক,টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ সদস্য গোলাম আকবর মেম্বার,নবী হোসাইনসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে দলীয়,জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।