১৯ ডিসেম্বর, ২০২৫ | ৪ পৌষ, ১৪৩২ | ২৭ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

টেকনাফের হোয়াইক্যং ঢালায় ডাকাতি : জনসাধারণের সর্বস্ব ছিনতাই

images
টেকনাফের হোয়াইক্যং পাহাড়ী ঢালায় স্বশস্ত্র ডাকাত দল হানা দিয়ে যাতায়াতকারী জনসাধারণের সর্বস্ব লুটে নিয়েছে।
ভূক্তভোগীরা জানায়,৩০ মার্চ সকাল ৮টারদিকে পুলিশ না থাকার সুযোগে টেকনাফের পাহাড়ী জনপথ হোয়াইক্যং ঢালার সোনালী ব্যাংক নামক স্থানে ১২/১৪ জনের স্বশস্ত্র মুখোশধারী দা-কিরিচ ও দেশীয় অস্ত্র নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াতকারী জনসাধারণের গতিরোধ করে,মোবাইল সেট,নগদ টাকা,স্বর্ণালংকারসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করার মনোভাব দেখালে বেঁধে জঙ্গলের এক পাশে ফেলে রাখে। বাহারছড়ার মোটর আরোহী ও এনজিও কর্মী ইব্রাহীম এবং সাজ্জাদের গতিরোধ করে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পাশ্ববর্তী খাদে ২৫/৩০ জন লোক বেঁধে রাখে। তাদের সঙ্গে এই এনজিও কর্মীদেরও একই পরিণতি ভোগ করার প্রায় ২ঘন্টা পর ছেড়ে দেয়। এরপর ঢালায় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে দূর্বৃত্তদল সটকে পড়ে। এই ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হলে ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন সকালে বাহারছড়া পুলিশের ডিউটি এবং বিকালে হোয়াইক্যং পুলিশের ডিউটি। এই ব্যাপারে বাহারছড়া ফাঁড়ির আইসি আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে কিছুই জানেনা বলে জানান। তবে এই ঘটনায় ভূক্তভোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।