১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

টেকনাফের সিকদারপাড়া-উলুচামরী সড়কের ব্রীজটি ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে


টেকনাফের হ্নীলা সিকদারপাড়া-উলুচামরী জনবহুল সড়কের ব্রীজটি ভারী যানবাহনের চাপে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। অবিলম্বে ব্রীজটি সংস্কারের পদক্ষেপ না হলে জনভোগান্তি বৃদ্ধিসহ সড়কের ক্ষতিসাধন হতে পারে।
জানা যায়-২১জানুয়ারী রাতে উপজেলার হ্নীলা দক্ষিণ ষ্টেশনের পশ্চিম সিকদারপাড়া-উলুচামরী সড়কের ডাঃ মুফিজের বাড়ির সামনের ব্রীজটি ইট ও বালি বোঝাই ডাম্পারের ভারে ক্ষতিগ্রস্থ হয়ে যানবাহন চলার অনুপযোগী হয়ে পড়েছে। ব্রীজ দ্রুত মেরামতের পদক্ষেপ নিতে এলজিইডি অফিসসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী জনসাধারণ। এই ব্যাপারে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম সিকদার বলেন প্রতিদিন এই এলাকার শত শত ছাত্র-ছাত্রী স্কুলে যায়। তাদের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার স্বার্থে মাটি ও অন্যান্য পণ্য বোঝাই ট্রলি চলাচল নিষেধ করা হয়েছে। তবে উক্ত এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের আধিক্য বেশী হওয়ায় এখন অঘোষিত বসুন্ধরা সিটিতে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য ডাম্পার ইট-বালি নিয়ে স্থাপনা নির্মাণের জন্য সময়-অসময়ে যাতায়াত করে। গত রাতে এই রকম পণ্য বোঝাই একটি ভারী ডাম্পারের কারণে ব্রীজ ক্ষতিগ্রস্থ হয় বলে জানা গেছে। এতে হাজার হাজার মানুষের ভোগান্তি চরমে উঠবে। তাই দ্রুত এই ব্রীজটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি। আকস্মিকভাবে ব্রীজটি ক্ষতিগ্রস্থ হওয়ায় ঠিকাদারের কাজের গুণগত মান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।