টেকনাফের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। এসময় বহনকারী ট্রলারের গতিরোধ করতে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলেও ট্রলার বা পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর মাঝ রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফের একটি টহল দল স্টেশন কমান্ডার সাঃ লেঃ আশমাদুল ইসলাম (জি) বিএন এর নেতৃত্বে টেকনাফ থানার সেন্টমার্টিন্স দ্বীপের অদুরে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে ধাওয়া করে।
ধাওয়াকালীন পাচারকারী বোট হতে পাথর ছুড়ে মারলে ওই বোটকে থামানের লক্ষ্যে ১ রাউন্ড ফাঁকা গুলি করে ।
তখন পাচারকারী বোট থেকে একটি বস্তা সাগরে ফেলে দ্রুতগতিতে মায়ানমারের দিকে পালিয়ে যায়। এমতবস্থায় নদীতে ভাসমান ব্যাগটি নদী থেকে উদ্ধার করে টেকনাফস্থ স্টেশনে আনা হয়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ওই বস্তা ভেতর থেকে ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দ কৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা (৫,০০,০০,০০০/০০)।
টেকনাফ স্টেশন কমান্ডার সাঃ লেঃ আশমাদুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।