১২ মে, ২০২৪ | ২৯ বৈশাখ, ১৪৩১ | ৩ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ

টেকনাফে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেটসহ রোহিঙ্গা গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেটসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭’র সদস্যরা। সোমবার বিকেলে টেকনাফ থানাধীন পূর্ব সাতঘড়িয়া পাড়া নয়াবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক নুর হাসিম (১৯) টেকনাফের বালুখালী ক্যাম্প, ব্লক-জি-৩০ এর বাসিন্দা মৃত আবুল শামার ছেলে । এসময় সাতড়িয়া পাড়া নয়া বাজার এলাকার আলী আহম্মদের ছেলে জয়নাল আবেদীন (৩৬) সুকৌশলে পালিয়ে যায়।
র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, টেকনাফের পূর্ব সাতঘড়িয়া পাড়া নয়াবাজার এলাকায় কিছু চোরাকারবারী মিয়ানমার থেকে সংগ্রহকৃত বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ বার্মিজ সিগারেট মজুদ করেছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। লে. মির্জা শাহেদ মাহতাব’র নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থল থেকে নুর হাসিমকে গ্রেফতার করে। এসময় তার অপর সহযোগী জয়নাল আবেদীন সুকৌশলে পালিয়ে যায়। আটক নুর হাসিমের বসতঘর তল্লাশি করে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৯৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত নূর হাসিম ও পলাতক জয়নাল মিলে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে অবৈধভাবে মিয়ানমার থেকে সিগারেট নিয়ে এসে পরবর্তীতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
এ ঘটনায় মামলা করে জব্দকৃত মালামালসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।