
বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেটসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব-৭’র সদস্যরা। সোমবার বিকেলে টেকনাফ থানাধীন পূর্ব সাতঘড়িয়া পাড়া নয়াবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক নুর হাসিম (১৯) টেকনাফের বালুখালী ক্যাম্প, ব্লক-জি-৩০ এর বাসিন্দা মৃত আবুল শামার ছেলে । এসময় সাতড়িয়া পাড়া নয়া বাজার এলাকার আলী আহম্মদের ছেলে জয়নাল আবেদীন (৩৬) সুকৌশলে পালিয়ে যায়।
র্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, টেকনাফের পূর্ব সাতঘড়িয়া পাড়া নয়াবাজার এলাকায় কিছু চোরাকারবারী মিয়ানমার থেকে সংগ্রহকৃত বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ বার্মিজ সিগারেট মজুদ করেছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। লে. মির্জা শাহেদ মাহতাব’র নেতৃত্বে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থল থেকে নুর হাসিমকে গ্রেফতার করে। এসময় তার অপর সহযোগী জয়নাল আবেদীন সুকৌশলে পালিয়ে যায়। আটক নুর হাসিমের বসতঘর তল্লাশি করে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৯৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত নূর হাসিম ও পলাতক জয়নাল মিলে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে অবৈধভাবে মিয়ানমার থেকে সিগারেট নিয়ে এসে পরবর্তীতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
এ ঘটনায় মামলা করে জব্দকৃত মালামালসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।