
বিশেষ প্রতিবেদকঃ বর্তমান পরিস্থিতি বাংলাদেশে অনেক টা ভয়ঙ্কর। মহামারী করুনাতেও চলছে রমরমা ইয়াবা ব্যবসা।
১০ এপ্রিল শুক্রবার রাত ১০টার দিকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
জানা যায়, টেকনাফ উপজেলার নাফ নদীর জালিয়া দ্বীপ এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো উদ্ধার করলে আটক করা যায় নি ইয়াবা পাচারকারীদের।
গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা চালানের খবর পেয়ে কোস্টগার্ডের একটি টহল দল নাফ নদীর জালিয়া-দ্বীপ সংলগ্ন এলাকায় টহল জোরদার করেন বলে জানান বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম।
তিনি আরো জানান, ইয়াবা পাচারকারীরা নৌকায় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দিলে ইয়াবা ও নৌকা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে নৌকা সহ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও নৌকাটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।